বইকথা চতুর্থ সংখ্যা - কার্তিক ১৪৩০
সম্পাদক অনিতা অগ্নিহোত্রী
সহ-সম্পাদক সেবন্তী ঘোষ, তৃষ্ণা বসাক, মহাশ্বেতা রায়

প্রাপ্তিস্থান

প্রতিক্ষণ, দে'জ পাবলিশিং, পাতিরাম, ধ্যানবিন্দু

সম্পাদকের কলমে

রবীন্দ্রনাথ তাঁর সমাপ্তি গল্পে লিখেছেন, ‘ পাগলি মৃন্ময়ী কে অনেকেই ভালোবাসিত, কিন্তু তাই বলিয়া নিজের পুত্রের বিবাহযোগ্যা বলিয়া কেহ মনে করিত না।’ তিনটি মাত্র সংখ্যা প্রকাশ পাওয়ার পর চতুর্থ সংখ্যার চৌকাঠে দাঁড়ানো বই কথা — যা নাকি বাংলা বই নিয়ে কথা বলার নতুন পত্রিকা, তারও অনুরূপ দশা। অনেকেই প্রভূত প্রশংসা করেন, বিষয়বস্তুর, নির্বাচিত বইয়ের, আলোচকদের সাম্মানিক দেবার সৌজন্যের, কিন্তু শেষ পর্যন্ত পত্রিকাটি কিনে বাড়ি নিয়ে যাবার পদক্ষেপ টি ঘটে ওঠেনা। যাঁরা বলেন , আলোচকের সাম্মানিক ও প্রকাশের খরচের সঙ্গে জুড়ে পত্রিকার দাম ঠিক করা উচিত, তাঁরা পত্রিকার গ্রাহকদের মানসিকতার সঙ্গে পরিচিত নন। সেই মত দাম ধরলে বইকথার যে সব হাতে গোণা ক্রেতা , তাঁরাও উবে যেতেন।অনেকে আবার উপদেশ দেন, যেখানে দুশো টাকা দিয়ে বই কিনতে বাঙালী প্রস্তুত নয়, সেখানে সে একই দামে, বই নিয়ে কথা বলার কাগজ কিনবে কেন? বিশেষ, যাঁদের বই নিয়ে কথা , তাঁদের নব্বই শতাংশ সাহিত্যের নবরত্ন সভার সদস্য বা নক্ষত্রমণ্ডলীর আলোয় উজ্জ্বল নন।বই কথার ভাবনা তৈরি হয়েছিল, যাঁদের বই বড় বাণিজ্যিক কাগজে আলোচনার জন্য স্থান পায়না, তাদের বই নিয়ে কিছু টা বিস্তৃত আলোচনার উদ্দেশ্যে।যাই হোক, ক্রেতা - পাঠকের দাক্ষিণ্য যদি বই কথা এখনো না পেয়ে থাকে, তার দায় তাঁদেরই মাথায় চাপানোর মত সংকীর্ণতা আমরা দেখাতে পারিনা। বরং আরো মত বিনিময় হোক, কনটেন্ট ও রূপ নিয়ে, নতুন আলোচকরা আসুন, পাঠকরা ভালো অথচ ঈষৎ ছায়াময়তায় অবস্থিত বইয়ের সংবাদ দিন, এবং আমরা কাদায় গুণ টেনে সাধের নৌকাটি আর ও কিছু দিন টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করি। ইতিমধ্যে বইকথার একটি ওয়েবসাইট তৈরি হয়েছে। প্রথম তিনটি সংখ্যায় প্রকাশিত লেখা তাতে ক্রমশ আপলোড করা হবে। এতে বইকথার পাঠযোগ্যতা কিছুটা প্রসারিত হবে।সেই অবসরে মুদ্রিত বইকথার ভবিষ্যৎ নিয়ে ভাবার কিছুটা অবকাশ পাওয়া যাবে।

এখন তরুণ যাঁরা লিখছেন, যাঁদের পিছনে না আছে বাণিজ্যিক প্রতিষ্ঠানের , বড় প্রকাশকের বা সরকারের করুণা দৃষ্টি, তাঁদের জন্য সময় খুব সুখের নয়।নবীন সম্পাদকরা ও এখন লেখার গুণমানের চেয়ে লেখকের প্রাতিষ্ঠানিক পদমর্যাদা ও সামাজিক সংযোগ কে বেশি গুরুত্ব দেন।বাণিজ্যিক সংবাদপত্র শাসিত বাংলাসাহিত্যে এই প্রবণতা যে নতুন দেখছি তা নয়,তবে নানা ক্ষমতা বৃত্তের সমাপতন ও সংযোগের এমন উন্মুক্ত চেহারা বাংলা লেখালিখির জগতে দশ বছর আগেও দেখিনি। এর পরিণতি দেখছি সোশ্যাল মিডিয়াতে । সাহিত্য জগতের ক্ষমতার দাক্ষিণ্য পুষ্টদের পেশী সঞ্চালন।এঁরা যদি শিল্প বা বাণিজ্যের প্রতিভূ হতেন, বোঝা যেত, কিন্তু পাঠকপ্রিয় গুণী লেখকরাও এই পেশী প্রদর্শনে জুটে গেছেন।এখানে লিঙ্গসাম্যের সন্ধান করাও অর্থ নেই,এ হল, নির্ভেজাল ক্ষমতার নির্লজ্জ খেলা। আমার মত যাঁরা চার দশকের বেশি সময় ধরে লিখছেন, তাঁদের জীবনে লেখার পথটি মোটামুটি নির্দিষ্ট হয়ে গেছে।লিখতে ভালোবাসি বলে লিখি, লেখা ছাড়া জীবনে অন্য অন্বেষণ নেই।কিন্তু নবীন যাঁরা সবে লিখতে এসেছেন, পাঁচ দশ কি পনেরো বছর একমনে লিখছেন, এবং মাথা উঁচু করে, কৃপাপ্রার্থী না হয়ে লিখে যেতে চান, তাঁদের জন্য নির্জন যাত্রা পথের পাথেয় হিসেবে ভালো পাঠক, সম্পাদক, প্রকাশকদের আলোক স্তম্ভ থাকা প্রয়োজন। আর দরকার বই কথার মত আরো কিছু পত্রিকা। পাঠকের সঙ্গে লেখককে মিলিয়ে দেওয়ার কাজ করার জন্য আরো অনেক উদ্যম দরকার।

কার্তিক মাস এসেছে। দুর্গাপুজো পরবর্তী অবসাদে ধুঁকছে শহর। বাঁশ। ত্রিপল। কাপড়। নানা অজৈব বর্জ্যের স্তূপ চারিদিকে। আনন্দের নেশার যেন অন্তহীন পরমায়ু। অকর্মণ্য পুর- ব্যবস্থা র সামনে দিয়ে ডেঙ্গির মত প্রতিরোধযোগ্য অসুখে চলে গেল কতগুলি তাজা প্রাণ।এরই মধ্যে বসে শ্বাস টুকু জলের উপরে রেখে আমাদের কাজ করে যাওয়া।আমাদের নির্জন লেখালিখি।হেমন্তের হলুদ রৌদ্রে সুস্থ, প্রাণবন্ত জীবনের কামনা করি সবার জন্য।

অনিতা অগ্নিহোত্রী।

কলকাতা ।নভেম্বর ২০২৩।

সূচীপত্র

আলোচনার শিরোনাম আলোচক বই/বিষয় বিবরণ
জীবনবোধের অগতানুগতিক গল্প শ্যামল ভট্টাচার্য
বাংলার এম এ
বই বাংলার এম এ লেখক রামকুমার মুখোপাধ্যায় বিভাগ গল্প প্রকাশক কৃতি প্রকাশিত ২০২৩
স্তব্ধতার মুখোমুখি : অঞ্জলি দাশের ছোটোগল্প মহাশ্বেতা রায়
এক প্রজাপতি ও বৃক্ষলতা
বই এক প্রজাপতি ও বৃক্ষলতা লেখক অঞ্জলি দাশ বিভাগ গল্প প্রকাশক ঋত প্রকাশন প্রকাশিত ২০২০
তৃপ্তি সান্ত্রার গল্প: পাঠকের দর্পণে শম্পা ভট্টাচার্য (বসু)
অষ্টমীটোলা ও ৫০টি গল্প
বই অষ্টমীটোলা ও ৫০টি গল্প লেখক তৃপ্তি সান্ত্রা বিভাগ গল্প প্রকাশক পুণশ্চ
সর্বাণীর গল্প : কল্পনা আর মায়াবাস্তবের জাফরি গোপা দত্ত ভৌমিক
বই গল্প সংগ্রহ লেখক সর্বাণী বন্দ্যোপাধ্যায় বিভাগ গল্প প্রকাশক ধানসিড়ি
'প্রত্যহ তোমাদের মুখোমুখি নত হই' - অরিন্দম বসুর গল্প অমিত মুখোপাধ্যায়
বই সেরা পঞ্চাশটি গল্প লেখক অরিন্দম বসু বিভাগ গল্প প্রকাশক দে'জ পাবলিশিং
গল্পহীন গল্প : একটি পাঠ সুমিতা ভট্টাচার্য
বই পঁচিশটি গল্প লেখক তন্বী হালদার বিভাগ গল্প প্রকাশক একুশ শতক
সময় ও সংকটের কথামালা শান্তনু ভট্টাচার্য
গল্প সমগ্র, ১ম খণ্ড
বই গল্প সমগ্র, ১ম খণ্ড লেখক উপল মুখোপাধ্যায় বিভাগ কবিতা প্রকাশক চিন্তা
মায়াময় 'মায়াপুকুর' ইন্দ্রনীল বক্সী
মায়াপুকুর
বই মায়াপুকুর লেখক অনিন্দিতা মন্ডল বিভাগ গল্প প্রকাশক আশাবরী প্রকাশনী
নিশিতলা : বিষয়চেতনা ও নির্মাণের স্বতন্ত্র দুয়ার বিপ্লব গঙ্গোপাধ্যায়
নিশিতলা
বই নিশিতলা লেখক শতদল মিত্র বিভাগ গল্প প্রকাশক পূর্ণ প্রতিমা
স্বাদ-বিস্বাদের জীবন আর আমাদের বেঁচে-থাকা সংক্রান্ত প্রগাঢ় ঠাট্টা সঞ্জীব নিয়োগী
স্বাদ বিষয়ক অভিজ্ঞতা
বই স্বাদ বিষয়ক অভিজ্ঞতা লেখক সঞ্জীব নিয়োগী বিভাগ গল্প প্রকাশক শহরতলি
'নোয়ার নৌকা' : প্রলয়োত্তরকালে নবসৃষ্টির সম্ভাবনা মানস সরকার
নোয়ার নৌকা । মানস সরকার
বই নোয়ার নৌকা লেখক মানস সরকার বিভাগ কবিতা প্রকাশক সৃষ্টিসুখ
দেয়ালের দেয়ালে আঁচড় মেশানো কথা সৌম্যজিৎ আচার্য
গল্প ২৪
বই গল্প ২৪ লেখক অম্লানকুসুম চক্রবর্তী বিভাগ গল্প প্রকাশক দে'জ পাবলিশিং
না বলা কথা-র স্বরলিপি অরিন্দম গোস্বামী
যা লুসিকে বলা হয়নি
বই যা লুসিকে বলা হয়নি লেখক শমীক ঘোষ বিভাগ গল্প প্রকাশক অভিযান পাবলিশার্স
বিশ্বজিৎ অধিকারীর গল্প : সমাজ ও সমাজবাস্তবতা রিম্পা খাঁ
দেবেন দাশের ঝোলা ও অন্যান্য গল্প
বই দেবেন দাশের ঝোলা ও অন্যান্য গল্প লেখক বিশ্বজিৎ অধিকারী বিভাগ গল্প প্রকাশক বাকপ্রতিমা
বই পড়ে, অঙ্ক মানেই বিয়োগ - তন্ময় সরকারের গল্প দুঃখানন্দ মন্ডল
অঙ্ক মানেই বিয়োগ
বই অঙ্ক মানেই বিয়োগ লেখক তন্ময় সরকার বিভাগ গল্প প্রকাশক ধানসিড়ি
আমার গল্পের ভূমি ও মানুষজন হামিরউদ্দিন মিদ্যা
নিজের লেখা নিয়ে লেখা
মাঠরাখা : প্রান্তিকায়িত কন্ঠস্বর নীলাদ্রি নিয়োগী
মাঠরাখা
বই মাঠরাখা লেখক হামিরউদ্দিন মিদ্যা বিভাগ গল্প প্রকাশক সোপান
নোটবুক নির্মাণের নেপথ্য কাহিনি সুপ্রতিম কর্মকার
নিজের লেখা নিয়ে লেখা
প্রসঙ্গ সহজ পাঠ সুদীপ্ত চট্টোপাধ্যায়
অন্তরে বাহিরে সহজ পাঠ
বই অন্তরে বাহিরে সহজ পাঠ লেখক শ্রীজিৎ জানা বিভাগ প্রবন্ধ প্রকাশক সৃজন
ঔপনিবেশিকতা ও বঙ্কিমচন্দ্রের ভাবনা রোহিনী ধর্মপাল
বঙ্কিম মননে উত্তর -উপনিবেশ চেতনা
বই বঙ্কিম মননে উত্তর -উপনিবেশ চেতনা লেখক সতী চট্টোপাধ্যায় বিভাগ প্রবন্ধ প্রকাশক বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষৎ ও শিশু সাহিত্য সংসদ প্রা লি